চন্দ্রগঞ্জে তোফায়েল ফাউন্ডেশনের রমজানে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা
চন্দ্রগঞ্জে তোফায়েল ফাউন্ডেশনের রমজানে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে
মরহুম মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ফাউন্ডেশন।
মরহুম মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কৃতিসন্তান মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ১৯৭১ সালের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন আমৃত্যু পর্যন্ত তিনি লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন এছাড়াও তিনি ছিলেন একজন পর উপকারী সাদা মনের সমাজকর্মী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব।
গত বছরের ২২ নভেম্বর রাতে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে বীর মুক্তিযোদ্ধা মরহুম তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মরহুম মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বড় ছেলে তোফাজ্জল হোসেন সবুজ জানান আমার মরহুম বাবার মাগফিরাত কামনায় ও পবিত্র কোরআনের প্রসার ও প্রচারের জন্যই মরহুম মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে এবছর প্রথম বারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি।
ইনশাআল্লাহ্ প্রতিবছর এমন প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
আমাদের এমন উদ্যোগে সমাজের প্রত্যেক মুসলমান ও তার পরিবারের সকলকে পবিত্র কোরআন শিক্ষা অর্জন করতে উদ্ভূদ্ধ হবে বলে আমরা আশাবাদী।
আমরা চাই এমন প্রতিযোগিতার মাধ্যমে সমাজের প্রতিটি ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হবে।
ইনশআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের এমন উদ্যোগে প্রতি মাহে রমজানে অনুষ্ঠিত হবে।
অংশগ্রহন কারীদের সংশিষ্ট কতৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগের অনুরোধ রইলো।
@ হাফেজ মাওলানা আলতাফ হোসেন॥
মদিনাতুল কোরআন মাদ্রাসা।
@ হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ
মাদ্রাসা নূরে মদিনা।
বিঃদ্রঃসকল বিবরন বিস্তারিতভাবে নিছে উল্লেখ আছে॥