ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী।

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী।

স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরঃ
  • আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কাটাসহ শরীরের বিভিন্ন অংশে জখম ও থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার  দিনগত রাতে লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজী সড়কের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলমগীর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

নির্যাতিত ওই স্ত্রীর নাম রিনা বেগম। ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের ধারণা, অভিযুক্ত আলমগীর বাইরে থেকে মাদক সেবন করে বাসায় এসে নির্যাতন করেছেন।

রিনার ভাই হোসেন আহমেদ জানান, রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, তার অবস্থা খুবই খারাপ। আমি ঢাকা থেকে ফিরে মামলা করবো।

তিনি বলেন, কোনো কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। সে মাদক সেবনের সঙ্গে জড়িত। বিষয়টি স্থানীয় লোকজনও জানিয়েছে।

স্থানীয়রা জানান, রিনা স্বামীর সঙ্গে কালু হাজী সড়কে সন্তানদের নিয়ে ভাড়া থাকেন। শনিবার রাতে খাবার শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করেন। পরে তার দুই পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত ও দুই পা থেতলে দেওয়া হয়। পরে আহত রিনাকে রেখে তিনি পালিয়ে যান।

প্রতিবেশীরা রিনাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠান।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে সকালে জানতে পেরেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী।

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী।

আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

লক্ষ্মীপুরে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কাটাসহ শরীরের বিভিন্ন অংশে জখম ও থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার  দিনগত রাতে লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজী সড়কের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলমগীর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

নির্যাতিত ওই স্ত্রীর নাম রিনা বেগম। ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের ধারণা, অভিযুক্ত আলমগীর বাইরে থেকে মাদক সেবন করে বাসায় এসে নির্যাতন করেছেন।

রিনার ভাই হোসেন আহমেদ জানান, রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, তার অবস্থা খুবই খারাপ। আমি ঢাকা থেকে ফিরে মামলা করবো।

তিনি বলেন, কোনো কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। সে মাদক সেবনের সঙ্গে জড়িত। বিষয়টি স্থানীয় লোকজনও জানিয়েছে।

স্থানীয়রা জানান, রিনা স্বামীর সঙ্গে কালু হাজী সড়কে সন্তানদের নিয়ে ভাড়া থাকেন। শনিবার রাতে খাবার শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করেন। পরে তার দুই পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত ও দুই পা থেতলে দেওয়া হয়। পরে আহত রিনাকে রেখে তিনি পালিয়ে যান।

প্রতিবেশীরা রিনাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠান।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে সকালে জানতে পেরেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।