শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে এই কমিটি গঠন করা হয়।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটিতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি পরিকল্পনা কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আজিজুর রহমান। নতুন কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।