হামজার জোড়া গোলেও জয় অধরা, সমতায় থামল বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
রোমাঞ্চ আর হতাশার মিশেলে শেষ হলো বাংলাদেশ ও নেপালের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ১৩ নভেম্বর রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই অর্ধে দারুণ নাটকীয়তা দেখা যায়। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় মাঠ ছাড়তে হয় দুই দলকেই।
ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ ছিল স্বাগতিকরা; নেপালের দ্রুতগতির পাল্টা আক্রমণে গোল হজম করে এক গোলে পিছিয়ে যায় বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় খেলার চিত্র। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন বাংলাদেশের মিডফিল্ড সেনসেশন হামজা চৌধুরী। ৪৬ মিনিটে তাঁর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক স্টেডিয়ামে সৃষ্টি করে তোলপাড়— অনেকেই মনে করিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত সেই গোলের কথা। আর ৫০ মিনিটে পেনাল্টি থেকে অনায়াসে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই বাংলাদেশি ফুটবলার।দারুণ ছন্দে থাকা হামজা ৮০ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর প্রস্থান যেন দলের রক্ষণভাগে অস্থিরতা ডেকে আনে। সেই সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ে সমতার গোল করে নেপাল, ফলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের।
দলের পারফরম্যান্সে আক্ষেপ থাকলেও সমর্থকদের মুখে হামজার প্রশংসাই বেশি শোনা গেছে ম্যাচশেষে। তাঁর দারুণ পারফরম্যান্সে বাংলাদেশ ফুটবলে নতুন আশার আলো দেখছেন অনেকে।









