“ভাবছিলাম গরিবের পাশে দাঁড়াবো, শেষমেশ দাঁড়াতে হলো সরকারের পাশে!”
- আপডেট সময় : ০৭:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৩৫১ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার, ঢাকা
শৈশবে আমাদের শেখানো হতো, “মানুষ মানুষের জন্য”—তাই স্বপ্ন ছিলো, বড় হয়ে গরিব-দুঃখীর পাশে দাঁড়াবো। কিন্তু বর্তমান বাংলাদেশে বাস্তবতা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে গরিবকে সাহায্য করার আগেই সরকারের পাশে দাঁড়াতে হচ্ছে!
সম্প্রতি একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। কিন্তু বিষয়টা আলোচনায় আসলো তখনই, যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনগণকে আহ্বান জানালেন—”আহতদের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন!”
ব্যস, ব্যথা তখনই শুরু হলো—এই রাষ্ট্রে কি জনগণের জন্য বাজেট নেই? রাষ্ট্রের কোষাগার কি ফাঁকা? নাকি জনগণের টাকায় কেনা বিলাসবহুল গাড়ি, বিদেশ সফর, সরকারি মিটিং আর মিডিয়া শো-এর খরচ মেটাতে গিয়ে বাকি কিছু আর থাকে না?
একজন বেকার যুবক ক্ষোভ ঝেড়ে বললেন,
“পাঁচ তারকা হোটেলে মিটিং করতে পারেন, কিন্তু পাঁচটি আহত মানুষের চিকিৎসার খরচ চালাতে পারেন না? এ কেমন রাষ্ট্র?”
আরেকজন বয়স্ক নাগরিক ফেসবুক পোস্ট দেখে হা করে বললেন,
“সরকার কি নিজেই এখন ‘ফান্ড মি’ খুলবে? আগে তো ভিক্ষুকরা রাস্তায় বসতো, এখন রাষ্ট্র ফেসবুকে বসে!”
এই দৃশ্যপট দেখে দেশের সচেতন জনগণ প্রশ্ন তুলছেন—এই কি সেই “স্মার্ট বাংলাদেশ”? যেখানে রাষ্ট্র ভেঙে পড়লে জনগণকে বলা হয়, “তোমরা সামাল দাও”? শুধু একটিই অনুরোধ, “তাহলে আর সরকার রেখে কী হবে?”
সরকারের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা আসেনি, ২২/০৭/২০২৫ রাত ৯ টায় জরুরি সভা শেষে প্রেস সচিব ও উপদেষ্টা আসিফ নজরুল প্রেস বিজ্ঞপ্তিতে বলেন- ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর বিপক্ষে ঐক্য থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেন এই বক্তব্য মাইলস্টোন ঘটনার পুরোপুরি সাংঘর্ষিক।










