নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ মোট ৮ জন নিহত
- আপডেট সময় : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৪২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
নাটোরে ট্রাকের সাথে মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই নারী।
নিহতরা হলেন, জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি, আঞ্জুমান আরা, আন্নি, লিমা, আনু বেগম, সীমা খাতুন ও মাইক্রোবাস চালক শাহাবুদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কাঠারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ থেকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিল কয়েকজন। পথিমধ্যে মাইক্রোবাসটি আইরমাড়ি ব্রিজ একাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মারা যান পাঁচজন এবং গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“মাইক্রোবাসের সব যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।










