তাড়াশ প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়
- আপডেট সময় : ০১:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি হাবিবুর রহমান। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওসি হাবিবুর রহমান বলেন, আমি সদ্য তাড়াশ থানায় যোগদান করেছি। তাড়াশ উপজেলাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ্য ও সুন্দর রাখতে চাই। আর এ ক্ষেত্রে সংবাদ কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করি। এ সময় সংবাদ কর্মীদের মধ্য থেকে মতামত ব্যক্ত করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সানোয়ার হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক আলহাজ আলী রনি, সহ সাধারণ সম্পাদক মহসিন আলী, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি শাহজাহান আলী, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া উজ্জল, সাহিত্য সম্পাদক শুকুর মির্জা, কার্যকরী সদস্য আলাউদ্দিন আহম্মেদ প্রমুখ।









