তাড়াশে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৫২০ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সুফলভোগীরা।
শনিবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংগুই নামের পুকুরটির ৮১ জন সুফলভোগী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুফলভোগীদের পক্ষে কার্তিক চন্দ্র বসাক।
অভিযোগের পেছনের কাহিনি
লিখিত বক্তব্যে জানানো হয়, কয়েক বছর আগে সিরাজগঞ্জ শহরের বাসিন্দা ও আওয়ামীপন্থী হিসেবে পরিচিত আব্দুস সালাম উক্ত পুকুরটি সাব-লীজ নিয়ে মাছ চাষ করতেন। লীজের মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয় সুফলভোগীরা নিয়ম মেনে পুকুরটি লীজ গ্রহণ করেন। আব্দুস সালামও তার মাছ তুলে নিয়ে পুকুরটি খালি করে দেন।
কিন্তু পরবর্তীতে তিনি একটি ভূয়া চুক্তিপত্র তৈরি করে দাবি করছেন যে, ২০২৭ সাল পর্যন্ত পুকুরের লীজ তার নামে বৈধ। শুধু তাই নয়, তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে ৩০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ করেছেন, যা সুফলভোগীদের দাবি অনুযায়ী ‘সম্পূর্ণ মিথ্যা’।
অভিযোগপত্রে টুটুলের নাম নেই
সুফলভোগীদের বক্তব্য অনুযায়ী, তাড়াশ থানায় আব্দুস সালাম যে অভিযোগ দিয়েছেন, তাতে আমিনুর রহমান টুটুলের নাম নেই। এমনকি জেলা প্রশাসক বরাবর প্রেরিত অভিযোগপত্রে আব্দুস সালামের স্বাক্ষরও পাওয়া যায়নি।
অভিযোগকারীর বক্তব্য
এই বিষয়ে অভিযোগকারী আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমিনুর রহমান টুটুল নামের কাউকে আমি চিনি না। থানায় দাখিল করা অভিযোগে তাঁর নামও উল্লেখ করিনি।”
বিএনপি নেতার দাবি
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন,
“উক্ত পুকুরটি নিয়ম মেনে সুফলভোগীরা লীজ নিয়েছেন। আমি এ বিষয়ে কোনোভাবেই জড়িত নই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ প্রচার করা হয়েছে।”
সুফলভোগীদের অবস্থান
সুফলভোগীরা সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানান, আমিনুর রহমান টুটুলের সঙ্গে পুকুরের কোনো সম্পৃক্ততা নেই। তাঁরা এই ঘটনায় ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধের দাবি জানান।










