তাড়াশে দুর্বৃত্তের দেওয়া বিষে পুড়লো কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির ধান

- আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেওয়া আগাছা নাশক বিষে এক কৃষকের সাড়ে ৫ বিঘা জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার দোবিলা গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘরগ্রামের কৃষক ইসহাক আলী দোবিলা মৌজায় সাড়ে পাঁচ বিঘা জমিতে বি আর ২৯ ধান আবাদ করেছিলেন। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ওই জমিতে বালাইনাশক (ঘাস মারা বিষ) প্রয়োগ করে।
কৃষক ইসহাক আলী জানান, শনিবার সকালে আমি জমিতে গিয়ে দেখতে পাই কে বা কারা আমার সাড়ে পাঁচ বিঘা জমির বি আর ২৯আধা পাকা ধানে ঘাস মারা বিষ প্রয়োগ করেছে। এতে আমার জমির ধান পুড়ে ছোন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, কৃষক ইসহাক আলীকে আইনগত সহায়তা দেওয়া হবে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শুনেছি, সরজমিনে ধান ক্ষেত পরিদর্শন করে ওই কৃষকের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।