মোঃ সিজার মাহমুদ, চলনবিল প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে পিতা পুত্রের বয়সের তফাত ১২ বছর। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াশ পৌর শহরের বাসিন্দা শ্রী মনোরঞ্জন দাসের জাতীয় পরিচয়পত্রে। মনোরঞ্জন দাসের পিতার বয়স, জাতীয় পরিচয়পত্রে ১-১-১৯৭০ সাল এবং তার ছেলে তার ছেলে মনোরঞ্জন দাসের জাতীয় পরিচয়পত্রে ৪-২-১৯৮২ সাল হওয়ায় পিতা পুত্রের বয়সের তফাত ১২ বছর হয়েছে। তার ২০০৬ সালে রেজিস্ট্রেশনকৃত জন্ম নিবন্ধন, ৮ম অষ্টম শ্রেণীর প্রত্যয়নপত্র ও চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্রেও তার প্রকৃত জন্ম তারিখ দেওয়া আছে। জেলা সিভিল সার্জন অফিস কতৃক রেডিওলজিস্ট টেস্টের মাধ্যমেও তার প্রকৃত বয়স নির্ণয় করা হয়েছে। মনোরঞ্জন দাসের বয়স বেশি হওয়ায় সকল ক্ষেত্রে সমস্যার কারন হয়েছে বলে জানিয়েছেন মনোরঞ্জন দাস।
এদিকে একই ঘটনা ঘটেছে, তাড়াশ পৌর এলাকার সোনাপাতিল গ্রামের আব্দুস সাত্তার এর পুত্র মোঃ ফারুক হোসেনের জাতীয় পরিচয়পত্রে। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতা ও পুত্রের বয়সের তফাত ৫ বছর।
উভয়ই তাদের বয়স সংশোধন করে প্রকৃত বয়স অনুযায়ী জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। দুই মাস অতিবাহিত হলেও জাতীয় পরিচয় পত্র সংশোধন না হওয়ায় তারা হতাশার মধ্যে দিনাতিপাত করছেন বলে জানিয়েছে ভুক্তভোগীরা। এ ব্যাপারে এনআইডি মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্তের মাধ্যমে এনআইডি সংশোধনের আশ্বাস দেন।