ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৮:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ উপজেলা শাখার আয়জনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুঠিত হয়েছে।
শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাবের চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্তরে এক সমাবেশ অনুঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবয়ক, মেহেদী হাসান নিরব, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শামীম হোসেন সাদীক, বাধন, জুলাই যোদ্ধা সোহান, আতিক প্রমুখ।
এসময় বক্তাগণ ওসমান হাদীর উপর নেক্কারজনক হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুল শাস্তির দাবি করেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তলার হুশিয়ারী দেন।









